পাঁচ বছরের জন্য সব রপ্তানি খাতে অভিন্ন করহার দাবি

পাঁচ বছরের জন্য সব রপ্তানি খাতে অভিন্ন করহার দাবি, পাঁচ বছরের জন্য সব রপ্তানিমুখী খাতে

অভিন্ন করহার দাবি করেছে ব্যবসায়ীদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই)।

একই সঙ্গে এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা

আরও খবর পেতে ভিজিট করুউঃ newzorigin.com

এনবিআরে পৃথক শক্তিশালী গবেষণা সেল স্থাপন করার পরামর্শও দিয়েছে সংগঠনটি।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ২০২২-২০২৩ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায়

এমসিসিআই এসব প্রস্তাবনা দেয়। আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বাজেট প্রস্তাবনায় এমসিসিআইয়ের সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘রপ্তানির ওপর ট্যাক্স

০.৫ শতাংশ হয়। প্রতিবছর এ নিয়ে একটি কনফিউশন হয়। এটি একবার বাড়ানো হয়, একবার কমানো হয়।

আপনারা আমাদের বলে দিন পাঁচ বছরের জন্য সব রপ্তানিমুখী খাতের একটা নির্দিষ্ট ট্যাক্স রেট হবে। নির্দিষ্ট ট্যাক্স রেট

আমরা এক্সপোর্টকে ১০০ বিলিয়ন ডলারে নিয়ে যাব

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে আয়োজিত এ সভায় এমসিসিআই সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, ব্যারিস্টার নিহাদ কবিরসহ অন্য নেতারা বক্তব্যে দেন। এমসিসিআই সভাপতি বলেন, ‘বাংলাদেশ গত দুই বছর ধরে কম্পানির করপোরেট ট্যাক্সের হার কমিয়ে আনলেও তা এখনো প্রতিবেশী দেশ ভারত কিংবা অন্যতম প্রতিযোগী দেশ ভিয়েতনামের চেয়ে বেশি। ’ তিনি বলেন, ‘বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান

সৃষ্টির লক্ষ্যে ওই সব দেশের করহারের সঙ্গে সামঞ্জস্য

রেখে দেশের করপোরেট করহার কমিয়ে আনা প্রয়োজন। ’ এদিকে বিদেশে পাঠানো পরামর্শক ফি, টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট ফির বিপরীতে উৎস কর কমানোর প্রস্তাব দিয়েছে ফিকি।

আগামী কয়েক দিনের মধ্যে তথ্য-প্রমাণসহ যতটুকু আমি জানি, সংবাদ সম্মেলন করব। আমি দাবি করব, হত্যাকাণ্ডের বিচার যেন তড়িৎগতিতে হয়। ’
শামীম ওসমান বলেন, “এক খসড়া চার্জশিটের কথা বারবার বলা হচ্ছে। ওই সময় র‌্যাবের যে কর্মকর্তারা এটা তদন্ত করেছিলেন, সাত খুনের মামলায় তাঁদের প্রধান এখন কারাগারে। মেজর আরিফ কার সঙ্গে কথা বলেছিলেন, কার সঙ্গে কন্ট্রাক্ট করেছিলেন, সবই আমি জানি। কিছু বলি না যে আল্লাহর পথে চলে গেছি।

পাঁচ বছরের জন্য সব রপ্তানি খাতে অভিন্ন করহার দাবি

ধৈর্য ধরতাছি। আল্লাহ বলেছেন, ‘নাকের বদলে নাক, চোখের বদলে চোখ। ’ যদি আগেরটা বেছে নিই তাহলে নারায়ণগঞ্জে কেউ পাঁচ মিনিটও দাঁড়াতে পারবে না। আমার কিছু করতে হবে না। জনগণই জবাব দেবে। কারণ জনগণের ওপর কোনো শক্তি নাই

Leave a Comment