নলছিটির ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঢাকায় নারী নির্যাতনের মামলা

নলছিটির ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঢাকায় নারী নির্যাতনের মামলা, চাকরি ও বিয়ে করার প্রলোভনের

অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নামে মামলা করা হয়েছে।

ওই চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চুর (৪৫) নামে রাজধানী খিলগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে

মামলা করেছে এক ভুক্তভোগী নারী। গত বৃহস্পতিবার বাচ্চুসহ ওই কাজে সহযোগিতা করায় আরেক নারীকে ।

আরও খবর পেতে ভিজিট করুউঃ newzorigin.com

নলছিটির ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঢাকায় নারী নির্যাতনের মামলা

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৭-৮ মাস আগে বাচ্চুর সঙ্গে ওই নারীর মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়।

পরিচয় সূত্রে ওই নারীকে ঢাকায় চাকরি দেবে এবং বিয়ে করবে বলে গত বছরের ১৩ ডিসেম্বর দক্ষিণ বনশ্রীর

একটি বাসায় ঢাকায় নিয়ে আসেন। ওইদিন তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেন। সর্বশেষ গত

৬ জানুয়ারি রাত ১০টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে মামলার ২নং আসামির দক্ষিণ বনশ্রীর বর্তমান বাসায় আসেন।

ভুক্তভোগীর বিষয়ে অভিযুক্ত বাচ্চু বলেন, ‘এলাকার মেয়ে হিসেবে এবং আমি জনপ্রতিধির দায়িত্ব পালনের সূত্রে

তাকে চিনি তবে এই অভিযোগগুলো শতভাগ মিথ্যা। আমাকে এখন ঢাকায় আসতে বললে আসব, ওই

যদি বলতে পারে যে বিচার করা হবে আমি সেই বিচারই মেনে নেব

বাচ্চু নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের তিনবার আওয়ামী লীগের মনোয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন বলে জানা গেছে। বর্তমানে কুলকাঠি চেয়ারম্যানের দায়িত্বের পাশাপাশি নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম কালের কণ্ঠকে বলেন, ভুক্তভোগী নারীকে এনজিওতে চাকরি দেবে এবং বিয়ে করবে প্রলোভন দেখিয়ে আখতারুজ্জামান বাচ্চু নামের একজন ঢাকায় এনে শারীরিক সম্পর্ক করেন অভিযোগ পাওয়া গেছে। এতে সহযোগিতা করায় আরেক নারীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১)/৩০ ধারায় মামলা হয়েছে।

নলছিটির ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঢাকায় নারী নির্যাতনের মামলা

এ ঘটনায় মামলার ২নং আসামিকে শুক্রবার সকালে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া বাদী-বিবাদির মোবাইল নম্বর, ঘটনাস্থলের সিটি টিভির ফুটেজসহ যাবতীয় বিষয় মাথা রেখে তদন্তের কাজ চলমান রয়েছে। আশা করি দ্রুতই বিস্তারিত জানানো যাবে।
গুলি করার ঠিক আগে এক ভাই ৯১১-এ ফোন করে বলেছিলেন, তিনি একটি ভালুককে গুলি করতে যাচ্ছেন। তবে পুলিশ গিয়ে দুই ভাইকেই গুলিতে মৃত অবস্থায় পায়।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তর সীমান্তের অদূরে অরেগনের জোসফিন কাউন্টিতে এ ঘটনা ঘটে।

মৃতদের কারোই বিশদ পরিচয় নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

অরেগনে প্রায় ২৫ হাজার কালো ভালুকের বসবাস। এসব ভালুকের সঙ্গে সংঘাত এড়িয়ে চলতে অঙ্গরাজ্যের অধিবাসীদের প্রতি নির্দেশনা দেওয়া আছে। ঘটনাটি স্থানীয় শেরিফ এবং অরেগন স্টেট পুলিশ তদন্ত করছে।

Leave a Comment