ত্বকী হত্যার দ্রুত বিচার চান শামীম ওসমান

ত্বকী হত্যার দ্রুত বিচার চান শামীম ওসমান, আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের দ্রুত

বিচার দাবি করেছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান। গতকাল

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডসংলগ্ন নম পার্কে সদর উপজেলার ইউনিয়ন

পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

আরও খবর পেতে ভিজিট করুউঃ newzorigin.com

ত্বকী হত্যার দ্রুত বিচার চান শামীম ওসমান

তিনি বলেন, ‘রাস্তার পাশে বক্তব্য দিয়ে আমার চৌদ্দগোষ্ঠী উদ্ধার করা হচ্ছে। নারায়ণগঞ্জের ত্বকী হত্যা নিয়ে

দোকানদারি করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে তথ্য-প্রমাণসহ যতটুকু আমি জানি, সংবাদ সম্মেলন করব।

আমি দাবি করব, হত্যাকাণ্ডের বিচার যেন তড়িৎগতিতে হয়। শামীম ওসমান বলেন, “এক খসড়া চার্জশিটের

কথা বারবার বলা হচ্ছে। ওই সময় র‌্যাবের যে কর্মকর্তারা এটা তদন্ত করেছিলেন, সাত খুনের মামলায় তাঁদের প্রধান

এখন কারাগারে। মেজর আরিফ কার সঙ্গে কথা বলেছিলেন, কার সঙ্গে কন্ট্রাক্ট করেছিলেন, সবই আমি জানি।

কিছু বলি না যে আল্লাহর পথে চলে গেছি। ধৈর্য ধরতাছি। আল্লাহ বলেছেন, ‘নাকের বদলে নাক, চোখের বদলে চোখ।

যদি আগেরটা বেছে নিই তাহলে নারায়ণগঞ্জে

কেউ পাঁচ মিনিটও দাঁড়াতে পারবে না। আমার কিছু করতে হবে না। জনগণই জবাব দেবে। কারণ জনগণের

ওপর কোনো শক্তি নাই। মিত্র দেশ বেলারুশের সঙ্গে ১০ দিনের ব্যাপক সামরিক মহড়া গতকাল বৃহস্পতিবার

কে শুরু করেছে রাশিয়া। ইউক্রেন অভিযোগ করেছে, সাগরে প্রবেশে বাধা দিচ্ছে রাশিয়া।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা অভিযোগ করে বলেছেন, আজোভ সাগর সম্পূর্ণ অবরোধ করে রাখা

হয়েছে। কৃষ্ণ সাগরও প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছে রাশিয়ার সামরিক বাহিনী।

ত্বকী হত্যার দ্রুত বিচার চান শামীম ওসমান

আগে থেকেই ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি সেনা মোতায়েন করে রেখেছে মস্কো। যদিও রাশিয়া বরাবরই দাবি করে আসছে, ইউক্রেনে হামলার পরিকল্পনা তাদের নেই।

এ পরিস্থিতিতে নিজেদের নাগরিকদের যত দ্রুত সম্ভব ইউক্রেন ত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, মস্কো ইউক্রেনে আক্রমণ করলে তিনি মার্কিনদের উদ্ধারে সেনা পাঠাবেন না। তিনি সতর্ক করে বলেছেন, ওই অঞ্চলের পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর ইউক্রেনে থাকা আমেরিকানদের অবিলম্বে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। এনবিসি নিউজকে বাইডেন বলেছেন, মার্কিনদের এখনই ইউক্রেন থেকে চলে যাওয়া উচিত।

বাইডেন আরো বলেছেন, এমন নয় যে আমরা

কোনো সন্ত্রাসী গোষ্ঠী সামাল দিচ্ছি। আমরা বিশ্বের অন্যতম বড় সেনাবাহিনীর মোকাবেলা করছি। খুবই কঠিন পরিস্থিতি আর সব কিছু দ্রুত বদলে যেতে পারে।

তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া পরস্পরের দিকে গুলি চালানো শুরু করলে সেটি হবে বিশ্বযুদ্ধ। আমরা এত দিন যে রকম ছিলাম তার চেয়ে ভিন্ন এক দুনিয়ায় বাস করছি।

Leave a Comment