কান্না থামিয়ে হাসল ইয়াসিন

কান্না থামিয়ে হাসল ইয়াসিন, দেড় বছর আগে, কিশোর ইয়াসিন (১৩) পরিবারের হাল ধরতে অটোরিকশার

প্যাডেলে পা দিয়েছিল। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে যাত্রীবাহী গাড়িতে থাকা অজ্ঞাত দুই ব্যক্তি তার অটোরিকশাটি

চুরি করে নিয়ে যায়। যেন ইয়াসিনের মাথায় আকাশ ভেঙে পড়ে। উপস্থিত অনেকের চোখের কোণে অশ্রু ছিল।

আরও খবর পেতে ভিজিট করুউঃ newzorigin.com

কান্না থামিয়ে হাসল ইয়াসিন

সেদিন গতকালের কণ্ঠে, যশিনের কান্না কে থামাবে?’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। অন্য কয়েকটি গণমাধ্যমেও

খবর প্রকাশিত হয়। এরপর দেশ-বিদেশের অনেকেই প্রতিনিধির মাধ্যমে ফোন করেন ইয়াসিনের বিষয়ে খোঁজ নিতে।

সেই ইয়াসিন অটোরিকশা উপহার পেলেন লক্ষ্মীপুরে। ঢাকার একটি বেসরকারি সংস্থা প্রজেক্টস ফর হিউম্যানিটি

(পি ফর ​​এইচ) তাকে একটি নতুন রিকশা দিয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রিকশাটি হস্তান্তর করেন

কালের কণ্ঠের লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েস

কান্না থামলে কিশোর ইয়াসিনের মুখে হাসি ফুটে ওঠে। এ যেন অন্ধকারে আলোর মশাল। নতুন অটোরিকশা

পেয়ে খুশি ইয়াসিনের পরিবারও। রিকশা পেয়ে ইয়াছিন বলে, আমি খুব খুশি। এখন থেকে আমি এই রিকশার মালিক।

এবার রিকশা চালিয়ে মা-বোনদের খাওয়াতে পারব। সাইফুল হাসান রনি, লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতাহের আলী ও ইয়াছিনের মা পেনসি আক্তার, ১ম ওয়ার্ডের সদস্য মো.

ইয়াছিনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভুটা গ্রামে। রিকশা পেয়ে ইয়াছিনের

মা পেনসি আক্তার বলেন, আমরা অসহায়। কোনো খাবার না খেয়ে বেঁচে আছি। ছেলেকে পড়াতেও পারিনি।

এখন এটাই বাঁচার পথ। এ জন্য সাংবাদিক ও রিকশাচালকদের কাছে আমি কৃতজ্ঞ। মাঘের শেষের দিকে শীত

ও বৃষ্টির কারণে বেড়েছে শীতের তীব্রতা

গতকাল মেঘলা দিনে শীত উপেক্ষা করে মাঠে কাজ করতে গিয়েছিলেন কৃষকরা। রাজশাহীর তানোরের চান্দুরিয়া এলাকা থেকে তোলা। ছবি: সালাহ উদ্দিন।

বৃহস্পতিবার রাজধানী ঢাকার আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন। সূর্যের দেখা মেলেনি। সেই সঙ্গে ছিল অবিরাম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে শীতের প্রকোপ বেড়েছে।

শুধু রাজধানী নয়, দেশের অধিকাংশ এলাকার মানুষ শীতে অস্থির।
আবহাওয়া অফিস জানায়, গতকাল ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কুমিল্লা, সিলেট, রংপুর ও দিনাজপুরে হালকা বৃষ্টি হয়েছে।

কান্না থামিয়ে হাসল ইয়াসিন

গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পাবনার ঈশ্বরদীতে (১২ মিলিমিটার)। এছাড়া বগুড়ায় আট মিলিমিটার, কুষ্টিয়ার কুমারখালীতে ছয় মিলিমিটার, টাঙ্গাইল ও চুয়াডাঙ্গায় চার মিলিমিটার, রাজশাহীতে তিন মিলিমিটার এবং সিরাজগঞ্জের তাড়াশে দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে।

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তারপর বৃষ্টি হবে। সেই সঙ্গে রাতে শীত একটু বাড়তে পারে। গতকাল সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

Leave a Comment